Inhouse product
এটি শরীরে অ্যান্টঅক্সিডেন্টের কাজ করে। এক লিটার একশ শতাংশ কমলালেবুর রসে ৬৯০ মিলিগ্রাম হেসপেরিডিন থাকে। ১২ সপ্তাহ প্রতিদিন টানা এই জুস পান করলে সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। হাইপারটেনশনের রোগীদের জন্যও অরেঞ্জ জুস অত্যন্ত উপকারী।